• Home
  • জাতীয়
  • পাক চরবৃত্তি কাণ্ডে নতুন মোড়, ইউটিউবার জ্যোতি মলহোত্রর পাক হাইকমিশনের সঙ্গে যোগের প্রমাণ
জাতীয়

পাক চরবৃত্তি কাণ্ডে নতুন মোড়, ইউটিউবার জ্যোতি মলহোত্রর পাক হাইকমিশনের সঙ্গে যোগের প্রমাণ

Email :7

পাক চরবৃত্তি কাণ্ডে নতুন মোড়, ইউটিউবার জ্যোতি মলহোত্রর পাক হাইকমিশনের সঙ্গে যোগের প্রমাণ

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মলহোত্রকে ঘিরে উঠে এল নতুন তথ্য। তদন্তকারীদের দাবি, পাকিস্তান থেকে দেশে ফেরার পরেও পাক হাইকমিশনের আধিকারিক দানিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার।

সূত্রের খবর, দানিশের আমন্ত্রণেই একাধিকবার দিল্লির পাক দূতাবাসের অনুষ্ঠানে হাজির হন জ্যোতি। একটি ভিডিও সামনে এসেছে যেখানে এক অনুষ্ঠানে দানিশের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাঁকে।

এছাড়াও, পহেলগামে জঙ্গি হামলার পর একটি ভিডিয়োতে দানিশকে কেক হাতে পাকিস্তান দূতাবাসে ঢুকতে দেখা গেছে। তদন্তকারীদের দাবি, এই দৃশ্য জ্যোতির চরবৃত্তিমূলক কার্যকলাপের সঙ্গে পহেলগামের ঘটনার সম্ভাব্য যোগসূত্রকে আরও জোরদার করছে।

ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও। এখন দেখার, জ্যোতির সঙ্গে পাক দূতাবাস ও দানিশের সম্পর্কের প্রকৃত রূপ কতটা গভীর।

Your email address will not be published. Required fields are marked *

Related Posts