দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পাচ্ছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’। ২০১৫ সালে শ্যুটিং শেষ হলেও নানা জটিলতায় আটকে ছিল এই ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবিটি ছিল দেব-শুভশ্রী জুটির শেষ কাজ, যা ভক্তদের কাছে আজও বিশেষ আবেগের।
সম্প্রতি প্রযোজক রানা সরকারের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়। এরপর দেব নিজেই নিশ্চিত করেছেন, ‘ধূমকেতু’ মুক্তি পাবে ১৪ অগাস্ট। শুধু তাই নয়, ছবির প্রযোজনায় এবার নিজেই হাত লাগিয়েছেন দেব।
ছবিটির যাবতীয় কাজ আগেই শেষ হলেও, শুধু ডাবিং বাকি ছিল দেবের। স্যাটেলাইট স্বত্ব থেকে শুরু করে প্রযোজকদের ব্যক্তিগত মতানৈক্য— সব কিছুই ধীরে ধীরে কাটিয়ে উঠেছে দলটি। এবং এবার মুক্তির তারিখ ঘোষণার পরই খুশির হাওয়া টলিউডে, বিশেষ করে দেব-শুভশ্রী ভক্তদের মধ্যে।
যদিও এই লেখা পর্যন্ত শুভশ্রী ছবিটি নিয়ে কোনও মন্তব্য করেননি, তবে দেবের ঘোষণাই যথেষ্ট ছিল উদ্দীপনা ছড়াতে।
বহু প্রতীক্ষিত সেই ধূমকেতু এবার সত্যিই ছুটে আসছে বড়পর্দায়!

Comments are closed