• Home
  • জাতীয়
  • প্রয়াত বলিউড অভিনেতা মুকুল দেব, শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ
জাতীয়

প্রয়াত বলিউড অভিনেতা মুকুল দেব, শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ

Email :9

বলিউডে ফের নেমে এল শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। ৫৪ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন এই প্রতিভাবান অভিনেতা। কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি এবং মুম্বইয়ের একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন।

‘সন অফ সর্দার’ ছবির সহ-অভিনেতা বিধু দাড়া সিং মুকুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, “মুকুল নিজেকে বড় পর্দায় দেখে যেতে পারল না। বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই ও একাকীত্বে ভুগছিল। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছিল, কারও সঙ্গে দেখা করত না, ঘর থেকেও বেরোত না।”

মুকুল দেব ছিলেন হিন্দি টেলিভিশন ও সিনেমার অত্যন্ত পরিচিত মুখ। পাঞ্জাবি ও দক্ষিণী চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। বহু ধারাবাহিক ও সিনেমায় খলচরিত্রে অনবদ্য অভিনয়ে নজর কেড়েছেন। বাংলা সিনেমাতেও তাঁর ছাপ রয়েছে— টলিউড সুপারস্টার জিতের ‘আওয়ারা’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

মুকুলের মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বলিউড হারাল এক প্রতিভাবান অভিনেতাকে, যিনি বহু চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন।

Comments are closed

Related Posts