• Home
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ, দিল্লি ও পাঞ্জাবে কড়াকড়ি। সতর্ক থাকুন আপনিও
আন্তর্জাতিক

দেশজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ, দিল্লি ও পাঞ্জাবে কড়াকড়ি। সতর্ক থাকুন আপনিও

Email :19

বিশ্বজুড়ে ফের সক্রিয় হয়ে উঠেছে করোনা ভাইরাস। পাকিস্তান, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুরের পর ভারতেও সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩১২ জনে পৌঁছেছে। ইতিমধ্যেই দু’‌জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গুজরাটে এক ২০ মাসের শিশু আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

উত্তরপ্রদেশ, হরিয়ানা, কেরল, পাঞ্জাব ও কর্ণাটকের বেঙ্গালুরুতেও সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। দিল্লিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সমস্ত হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, মজুত রাখা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন, ওষুধ ও টিকা। পাশাপাশি, প্রতিটি করোনা আক্রান্ত রোগীর নমুনা জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য লোকনায়ক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্তদের তথ্য নির্দিষ্ট পোর্টালে আপলোড করার নির্দেশও জারি করা হয়েছে।

প্রতিবেশী রাজ্য হরিয়ানায় সংক্রমণ বাড়ায় সতর্কতা নিয়েছে পাঞ্জাব সরকারও। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. বলবীর সিং জানিয়েছেন, কোনও ব্যক্তির মধ্যে করোনার উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানো বাধ্যতামূলক। যদি কেউ আক্রান্ত হন, তাহলে তাঁর পরিবারের সদস্যদেরও কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া বিদেশফেরত যাত্রীদের জন্য আলাদা অ্যাডভাইজারি জারি করার কথাও বিবেচনা করা হচ্ছে।

গুজরাটে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৪০ জন ছাড়িয়েছে। দেশের অন্যান্য রাজ্যেও সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। করোনা পরিস্থিতি মাথায় রেখে সব রাজ্যই আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে।

Comments are closed

Related Posts